এসএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান
অধ্যায় বারো : জীবের বংশগতি ও বিবর্তন- সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, মুজিব ডিগ্রি কলেজ, কাদেরনগর, সখীপুর, টাঙ্গাইল
- ০২ এপ্রিল ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘অধ্যায় বারো : জীবের বংশগতি ও বিবর্তন’ থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১১. কোন অবস্থায় রোগীদের চোখের স্নায়ুকোষের রং শনাক্তকারী পিগমেন্টের অভাব থাকে?
ক) অন্ধ
খ) প্রতিবন্ধী
গ) অনুভূতিহীন
ঘ) বর্ণান্ধতা
১২. থ্যালাসেমিয়া কয় ধরনের?
ক) ২ ধরনের
খ) ৩ ধরনের
গ) ১ ধরনের
ঘ) ৪ ধরনের
১৩. থ্যালাসেমিয়ার মেজর রোগীদের কত বছর বয়সে মৃত্যুর ঝুঁকি থাকে?
ক) ১৫-২৫ বছর
খ) ৩০-৪০ বছর
গ) ২০-৩০ বছর
ঘ) ৪০-৫০ বছর
১৪. আলফ্রেড রাসেল ওয়ালেস প্রাণী জনসংখ্যা নিয়ন্ত্রণ তত্ত্বে তার মতামতগুলো কাকে লিখে পাঠান?
ক) টমাস ম্যালথাসকে
খ) ডারউইনকে
গ) লিউয়েন হুককে
ঘ) উইলিয়াম হার্ভেকে
১৫. হালদা নদীতে এক ঋতুতে একটি কাতলা মাছ কী পরিমাণ ডিম দেয়?
ক) ৩-৪ লাখ
খ) ৪-৫ লাখ
গ) ৩-৫ লাখ
ঘ) ৫-৮ লাখ
উত্তর: ১১.ঘ, ১২.ক, ১৩.গ, ১৪.খ, ১৫.গ ।